Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, 22 March 2021

প্যারাডক্সিক্যাল সাজিদ 2 Pdf Free (Paradoxical Sajid) 2 Arif Azad Books Free PDF Download

 



নাম : প্যারাডক্সিক্যাল সাজিদ ২

লেখক: আরিফ আজাদ


প্যারাডক্সিক্যাল সাজিদ ২ বই সম্পর্কেঃ

পৃথিবীতে আল্লাহ তা’আলার অন্যতম একটা নিয়া’মাত হলো তিনি মানুষের অন্তরে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। মানুষ মানুষকে ভালোবাসবে। সেই ভালোবাসা যখন কেবল আল্লাহর জন্যই হয়, তখন তা যে কি অপরূপ রূপ ধারণ করে উপরের কয়েকটি ঘটনাই তার সাক্ষী। এরকম আরো অনেক অনেক ঘটনা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া’তাআলা আমাকে এভাবেই সম্মানিত করেছেন। আলহামদুলিল্লাহ্‌। আলহামদুলিল্লাহ্‌।




Read More প্যারাডক্সিক্যাল সাজিদ  1 Pdf Free (Paradoxical Sajid)  Arif Azad Books Free PDF Download


প্যারাডক্সিক্যাল সাজিদ প্রকাশের পরে আমার কাছে এখন পর্যন্ত আসা দুই তৃতীয়াংশ ম্যাসেজই সাজিদ কেন্দ্রিক। আমার কাছে সাজিদের ফোন নাম্বার, তার ঠিকানা এবং বিস্তারিত তথ্য জানতে চায় অনেকে। আমি আর সাজিদ ঢাবির কোন হলে থাকি, সাজিদের বয়স কতো ইত্যাদি প্রশ্নও আসে আমার কাছে। একটা চরিত্র মানুষের মনে কতোটা দাগ কাটতে পারে তা অনুভব করার সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া’তাআলা আমাকে দিয়েছেন। শুকরিয়া মহান রবের।


সাজিদের প্রথম বই প্রকাশের পর ইতোমধ্যে কেটে গেছে দুই বছর। এতোদিন যারা খুব আগ্রহভরে, ভালোবাসার দাবি থেকে জানতে চাইতেন যে ‘সাজিদ-০২’ কবে বের হবে, তাদের জন্যে একটি খুশির সংবাদ। এবারের বইমেলায় থাকছে আপনাদের প্রিয়, আকাঙ্খিত এবং বহুল প্রতীক্ষিত বই প্যারাডক্সিক্যাল সাজিদ-২ ।  – আরিফ আজাদ



প্যারাডক্সিক্যাল সাজিদ বই সম্পর্কেঃ

ঘুটঘুটে অন্ধকার। নীরব। নিস্তব্ধ।


 

OUR FACEBOOK GROUP LINK  click here

Groups | Facebook



নিচে এই বই টির ডাউনলোড করার দুইটি লিঙ্ক আছে এবং প্রিভিউ লিঙ্ক ও আছে

কোনো সমস্যা হলে আমাকে বলবেন নিচে আমার ফেসবুক আইডি এর লিঙ্ক দেওয়া আছে.. যদি কোনো ভুল হয় ভুলের জন্য ক্ষমা করবেন

হঠাৎ কোথেকে যেন উদয় হলো আলোর ঝরনাধারা। সেই আলোয় পরিশুদ্ধ হচ্ছে শহর-বন্দর-গ্রাম। ভেসে যাচ্ছে নর্দমা আর নোংরা আবিল। কিন্তু ব্যাপারটা কারও কারও সহ্য হলো না। যে-অন্ধকারে তারা ছিল, সবাইকেই তারা ধরে রাখতে চাইল সেই অন্ধকারে। লেজকাটা শেয়ালের মতো সবাইকে যার যার লেজ কেটে ফেলার “সু”পরামর্শ দিল। বিশাল এক কালো থাবায় ছেদ পড়ল আলোর গতিধারায়। ধীরে ধীরে আবার বাড়তে লাগল নিকষ অন্ধকার।


এমনই এক শঙ্কুল সময়ে এগিয়ে এলেন একজন। আজাদ করার ব্রত নিয়ে নামলেন সাদা পাতার কালো হরফে। সরাতে লাগলেন নতুন করে গজিয়ে ওঠা জঞ্জাল; এবং কালো থাবার অশনি।


সাজিদ। নতশির। একসময় নত হতো কথিত বিজ্ঞানমনস্কতার নামে ভ্রান্ত বিশ্বাসের পদতলে। সত্যের সন্ধান পেয়ে আজ নত হয় মহান স্রষ্টার সমানে। শুধু নত হয়েই ক্ষান্ত হয়নি; যে-মশালের সন্ধান পেয়েছে, সেটা ছড়িয়ে দিচ্ছে আপনজনের কাছে: কখনো মুসলিম-অমুসলিমদের ভ্রান্ত ও ঊনধারণার মুণ্ডুপাত করে, কখনো মুসলিম পরিবারে জন্ম নেওয়া মুসলিমদের সংশয় নিরসন করে।


ইসলাম নিয়ে নাস্তিক আর সংশয়বাদীদের মৌলিক প্রশ্ন হাতে গোনা। বেশিরভাগই ইসলামের শত্রু আর বিদ্বেষীদের থেকে ধার করা। এগুলো যেমন ছিল ১৪ শ বছর আগে, তেমনি জিইয়ে আছে আজও। এসব নিয়ে কাজ হয়েছে প্রচুর—দেশে। বিদেশে। আরিফ আজাদের স্বকীয়তা এখানেই যে, তিনি এগুলো তুলে এনেছেন গল্পের ধাঁচে। আকর্ষণীয় ঢঙে। সহজ ও সাবলীল ভাষায়। প্রাসঙ্গিক যুক্তি আর প্রতিতুলনার সন্নিবেশে।


এখানে আছে মুক্তিযুদ্ধ, বিজ্ঞান, কৌতুক, যুক্তি, কুর’আন, গবেষণা আর অনেকখানি ইসলাম।

পড়তে পড়তে কখনো টেনশন জাগবে। সাজিদের নীরবতায় জ্বলুনি হবে। এরপর সে যখন বলা শুরু করবে তখন হা হয়ে বসে থাকতে হবে। কখনো কিছু কথা মাথার উপর দিয়ে যাবে। কিছু অন্তর ভেদ করবে। সত্যকে টেনে তুলবে। ভেলকিবাজি দেখিয়ে দেবে। মুখোশ, ডবালস্ট্যান্ড উন্মোচন করবে। কিছু জায়গা পড়তে পড়তে ঠোঁটের কোণে ফুটে উঠবে এক চিলতে হাসি। আল্লাহ চান তো, কখন যে সরে যাবে কালো থাবার গ্রাস খেয়ালই থাকবে না।


এ ধরনের বইয়ের আরেকটি দিক হচ্ছে, কারও কারও জন্য দুটো প্রশ্নের উত্তর যথেষ্ট, কারও জন্য দশটি, কারও জন্য বা দু শটিতেও হবে না। তারপরও বাঙালি “মুক্তমনা” চর্চাকারীরা সাধারণত যেসব অজুহাত তুলে ধর্মকারী করে, সেগুলোর গোছানো উত্তর পাওয়া যাবে এখানে।


ব্যক্তিগতভাবে আমি নিজে একসময় সংশয়বাদী ছিলাম বলে, বইটার আবেদন ও প্রয়োজনীয়তা আরও বেশি লেগেছে আমার কাছে। বইটার মূল উদ্দেশ্য ভ্রান্তি ধরিয়ে দেওয়া হলেও, আমি চাই না বইটার জবাবে কোনো নাস্তিকের দাঁত ভেঙে যাক। আমি চাই না বইটা পড়ে কোনো সংশয়ী অপদস্থ হোক। আমি চাই তারা হতবাক হয়ে যাক। বাকশূন্য হয়ে যাক। তাদের সামনে উদ্ভাসিত হোক সত্য। যে-কালো থাবা আড়াল করে রেখেছিল আলোরচ্ছটাকে, আমি চাই সেই থাবা অসহায় হয়ে পড়ুক আলোর ঝরনাধারার কাছে।




Read More প্যারাডক্সিক্যাল সাজিদ  1 Pdf Free (Paradoxical Sajid)  Arif Azad Books Free PDF Download



No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot